LYRIC

Bethar Shohor Lyrics | ব্যথার শহর লিরিক:

Bethar Shohor Lyrics | ব্যাথার শহর লিরিক্স

Bethar Shohor Lyrics | ব্যাথার শহর লিরিক্স | Image Credit : SVF Music

Bethar Shohor Lyrics from the Web Series Montu Pilot (2019). Ishan Mitra sings the song. It Starring Sourav Das, Solanki Roy, Chandrayee Ghosh, Kanchan Mullick.

গানের নামব্যথার শহর
ওয়েব সিরিজমন্টু পাইলট
গায়কঈশান মিত্র
গীতিকারঅমিত – ঈশান
লিরিকদেবালয় ভট্টাচার্য্য
পরিচালকদেবালয় ভট্টাচার্য্য
প্রোডাকশনমানসী এন্টারটেনম্যান্ট স্টুডিও প্রাইভেট লিমিটেড
লেবেলএস ভি এফ মিউজিক

Bethar Shohor Lyrics in Bangla Font :

এখনো কি বাকি কিছু, রয়ে গেছে মাথা নিচু,
শহরের সারারাতে ছায়া কুড়োবার,
তবুও কি বাকি কিছু, রয়ে গেছে পিছুপিছু,
অকারণে ছায়াদের ব্যথা জমাবার,
ছায়াদের নাম নেই আর শুধু,
ব্যথার পাহাড়…
ব্যথার শহর জুড়ে ব্যথার পাহাড়,
তবু কুরে খায় ছায়ার অন্ধকার,
বাকি থেকে যায়, মৃত সভ্যতার
মাটির গভীরে ব্যথার আবিষ্কার।

এখনো কি বাকি কিছু, কিছু বাকি রয়ে গেছে,
ছায়াপথে পিছু হারাবার,
শহরের গায়ে জমা তারাদের স্মৃতি শুধু,
চেনা শোক তোমার আমার,
ব্যাথারাও বহুদূর হেঁটে এসে একা একা,
আগুন পোহায় আলো নয়,
তুমি আমি শুধু ছায়া, বহুকাল আগে জমা,
মেঘেদের মূকাভিনয়।

ব্যথাদের নাম নেই, শুধু ব্যথার পাহাড়,
ব্যথার শহরে শুধু ব্যথার পাহাড়,
তবু থেকে যায় মায়া জোছনায়,
বাকি থেকে যায়, ধ্বংসের ভেজা গায়,
পরিযায়ী পাখিদের ডানার আবিষ্কার।

(শেষ)


Song NameBethar Shohor
Web SeriesMontu Pilot
SingerIshan Mitra
MusicAmit – Ishan
LyricsDebaloy Bhattacharya
DirectorDebaloy Bhattacharya
ProductionMaansi Entertainment Studio Pvt. Ltd.
LabelSVF Music

Bethar Shohor Lyrics in English :

Ekhono ki baki kichhu, roye gechhe matha nichu,
Shohorer sararaate chhaya kurobar,
Tobuo ki baki kichhu, roye gechhe pichhu pichhu,
Okarone chhayader betha jomabar,
Chayader naam nei ar shudhu,
Bethar pahar…
Byathar shohor jure byathar pahar,
Tobu kure khay chayar andhokar,
Baki theke jay, mrito sabhyatar
Matir gobhire byathar abishkar.

Ekhono ki baki kichhu, kichhu baki roye gechhe,
Chhayapothe pichhu harabar,
Shohorer gaye joma tarader smriti shudhu,
Chena shok tomar amar,
Byatharao bohudur hente ese eka eka,
Aagun pohay aalo noy,
Tumi ami shudhu chhaya, bohukaal aage joma,
Megheder mukabhinoy.

Byathader naam nei, shudhu bethar pahar,
Byathar shohore shudhu byathar pahar,
Tobu theke jay maya jochhonay,
Baki theke jay, dhongser bheja gaay,
Porizaayi pakhider daanar abishkar.

(End)

Added by

Admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO