LYRIC
Srivalli Lyrics (Bengali Version) | শ্রীবল্লী লিরিক:
গান: শ্রীবল্লী বাংলা ভার্সন
সিনেমা: পুস্পা দ্য রাইজ – পার্ট ১
গায়িকা: ঊষা উথুপ
বাংলা লিরিক: রাজীব দত্ত
নতুনভাবে তৈরী করেছেন: টুবাই রায়
রেকর্ডিং এবং মিক্সিং: টুবাই রায়
এডিটিং: চঞ্চল ব্যানার্জী এবং অর্পিতা ব্যানার্জী
প্রডাকশন কন্ট্রোলার: সমরেশ কর্মকার এবং রিন্টা টিমস
অরিজিনাল গানের ক্রেডিট :-
গানের নাম: শ্রীবল্লী
গায়ক: সিড শ্রীরাম
মিউজিক: দেবী শ্রী প্রসাদ
লিরিক: চন্দ্রবোস
Srivalli Bengali Song Lyrics in Bangla Font :
ওই চোখে আমার মন হারাতে
চোখ সরালে,
আর লাজুক নজর চোখের পাতায়
লুকিয়ে নিলে,
যায় না দেখা যাকে, দেখো সে দেবতাকে,
কাছে আছো তবু দেখোনা আমাকে।
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি,
হাসি কনকবর্ণা,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি,
কথা মধুর ঝর্ণা।
সবার আগে আমি এগিয়ে,
প্রেমে তোমারি শুধু পিছিয়ে,
ঝুঁকিনা কারো আগে কখনো,
নুপুর দেখি তোমার মাথা নামিয়ে।
চাইনা আমি হীরে পান্না,
চাই তোমাকে আর কিছুনা,
ওই দুচোখে আমায় তুমি,
স্বপ্ন করে নাও।
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি,
হাসি কনকবর্ণা,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি,
কথা মধুর ঝর্ণা।
সখী সাদামাটা যত তোমারি,
ওদেরই মাঝে তুমি যে পরী,
যখনি ষোলো শ্রাবন পেরোলো,
তুমি শুধু নও সবাই সুন্দরী।
বাস জড়ালে লাল শাড়ি,
সে ও লাগে রাজকুমারী,
ঝুমকো টিপ আর খোপার ফুলে
রূপ সেজে ওঠে, তবু,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
হাসি কনকবর্ণা,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
কথা মধুর ঝর্ণা।
(শেষ)
Song : Srivalli Bengali Version Cover
Movie : Pushpa: The Rise – Part 1
Singer – Vocals : Usha Uthup
Bengali Lyircs – Rajiv Dutta
Recreated By – Tubai Ray
Recording Engineered and Mixed by : Tubai Ray
Edited by : Chanchal Banerjee and Arpita Banerjee
Production Controller / Samaresh Karmakar and Rinta Timms
Original Song Credits :-
Song Name: Srivalli
Singer: Sid Sriram
Music: Devi Sri Prasad
Lyrics: Chandrabose
Srivalli Bengali Song Lyrics in Banglish Format :
Oi chokhe amar mon harate
Chokh sorale,
Ar lajuk nojor chokher patay
Lukiye nile,
Jay na dekha jaake, dekho se debota ke,
Kachhe achho tobu dekhona amake.
Tumi tomar tulona, Srivalli,
Haasi konokborna,
Tumi tomar tulona, Srivalli,
Katha modhur jhorna.
Sobar aage ami egiye,
Preme tomari shudhu pichhiye,
Jhunkina karo aage kokhono,
Nupur dekhi tomar matha namiye.
Chaina ami heera panna,
Chai tomake ar kichhuna,
Oi duchhokhe amay tumi,
Swapno kore nao.
Tumi tomar tulona, Srivalli,
Haasi konokborna,
Tumi tomar tulona, Srivalli,
Katha modhur jhorna.
Sokhi sadamata joto tomari,
Oderi majhe tumi jr pori,
Jokhoni sholo shrabon perolo,
Tumj shudhu nou sobai sundori.
Baas jorale laal saari,
Se o laage rajkumari,
Jhumko tip ar khopar phool e
Rup seje othe, tobu,
Tumi tomar tulona, Srivalli,
Haasi konokborna,
Tumi tomar tulona, Srivalli,
Katha modhur jhorna.
(End)
YouTube Video Link of Srivalli Bengali Version Lyrics : https://youtu.be/wv8ozBEg-yY
No comments yet