LYRIC
Meera Lyrics | মীরা লিরিক :
“Meera Lyrics” from Rahul Dutta’s MEERA Song performing Sreetama Baidya. This song has been composed and sung by Rahul Dutta. Lyrics by Supratip Bhattacharya.
Meera Song Information in Bengali: রাহুল দত্তের মীরা গান থেকে “মীরা লিরিক্স” যেখানে শ্রীতমা বৈদ্য অভিনয় করছেন। গানটির সুর করেছেন রাহুল দত্ত। গান গেয়েছেন রাহুল দত্ত এবং কথা লিখেছেন সুপ্রতীপ ভট্টাচার্য।
গানের নাম | মীরা |
গায়ক | রাহুল দত্ত |
সুরকার | রাহুল দত্ত |
লিরিক | সুপ্রতীপ ভট্টাচার্য |
লেবেল | রাহুল দত্ত |
Meera Lyrics in Bangla Font :
হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া,
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা।
হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া,
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা।
একাকিনী বসে কাঁদে যে মীরা,
একাকিনী বসে কাঁদে যে মীরা।
শয়নে স্বপনে হলো দিশেহারা,
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা।
শয়নে স্বপনে হলো দিশেহারা,
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা।
একাকিনী বসে কাঁদে যে মীরা,
একাকিনী বসে কাঁদে যে মীরা।
উতলা এ মন,
খুঁজে মরে আজীবন,
কবে সে পাবে দর্শন।
চাতকের মত,
কৃষ্ণপ্রেমে,
তৃষ্ণার্ত সে সারাক্ষণ।
উতলা এ মন,
খুঁজে মরে আজীবন,
কবে সে পাবে দর্শন।
চাতকের মত,
কৃষ্ণপ্রেমে,
তৃষ্ণার্ত সে সারাক্ষণ।
রাজা রানা প্রতাপের
বিষপান করেও,
মহিমা গুনে মীরা পেল অমৃতেরই স্বাদ।
কানু লীলায় মেওয়ার
রানী ছন্নছাড়া।
ভিখারিনী হয়ে এলো
ব্রজেরি পাড়া।
কানু লীলায় মেওয়ার
রানী ছন্নছাড়া।
ভিখারিনী হয়ে এলো
ব্রজেরি পাড়া।
একাকিনী বসে কাঁদে যে মীরা,
একাকিনী বসে কাঁদে যে মীরা।
শয়নে স্বপনে হলো দিশেহারা,
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা।
শয়নে স্বপনে হলো দিশেহারা,
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা।
একাকিনী বসে কাঁদে যে মীরা,
একাকিনী বসে কাঁদে যে মীরা,
একাকিনী বসে কাঁদে যে মীরা,
একাকিনী বসে কাঁদে যে মীরা।
(শেষ)
Song Name | Meera |
Singer | Rahul Dutta |
Music | Rahul Dutta |
Lyrics | Supratip Bhattacharya |
Label | Rahul Dutta |
Meera Lyrics in English :
Hotat kore rajar ghore porlo je sara,
Krishna preme rajkumari matoara.
Hotat kore rajar ghore porlo je sara,
Krishna preme rajkumari matoara.
Ekakini bose kande je meera,
Ekakini bose kande je meera.
Shoyone swapone holo dishehara,
Banshir sure uthal pathal jomuna dhara.
Shoyone swapone holo dishehara,
Banshir sure uthal pathal jomuna dhara.
Ekakini bose kande je meera,
Ekakini bose kande je meera.
Utola e mon,
Khunje more ajibon,
Kobe se pabe dorshon.
Chatoker moto,
Krishna preme,
Trishnarto se sarakhon.
Utola e mon,
Khunje more ajibon,
Kobe se pabe dorshon.
Chatoker moto,
Krishna preme,
Trishnarto se sarakhon.
Raja rana protaper
Bishpan koreo,
Mohima gune meera pelo amriteri swad.
Kanu leelay mewar
Rani chhonnochhara.
Bhikharini hoye elo
Brojeri para.
Kanu leelay mewar
Rani chhonnochhara.
Bhikharini hoye elo
Brojeri para.
Ekakini bose kande je meera,
Ekakini bose kande je meera.
Shoyone swapone holo dishehara,
Banshir sure uthal pathal jomuna dhara.
Shoyone swapone holo dishehara,
Banshir sure uthal pathal jomuna dhara.
Ekakini bose kande je meera,
Ekakini bose kande je meera,
Ekakini bose kande je meera,
Ekakini bose kande je meera.
(End)
Youtube Video Link of Meera Lyrics | https://youtu.be/cLizhImPFyQ |
Home Page | https://bengalisonglyrics4u.com |
গানের লিরিকটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন বা মতবাদের জন্যে আমাদের কনট্যাক্ট পেজে ভিজিট করুন। যদি আমাদের ওয়েবসাইটটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।
#Meera Lyrics #Meera Lyric #Meera #মীরা লিরিক্স #মীরা লিরিক #মীরা
No comments yet